সকল অনিত্য নিত্য হয়,
        যতক্ষণ আছে;
ওই মৃত্যুই নিয়ে যায়,
         অনিত্যের কাছে।


আর খারাপকে ভালো বলা,
           স্বার্থের কারণ;
শুধুই ভালোকে ভালো বলা,
         অনিচ্ছায় বারণ।


সত্য-মিথ্যা প্রকট হয়,
           স্বার্থহীন হলে;
লাভ ক্ষতি থাকে না,
         সত্য কথা বলে।


এই প্রাণ প্রিয় ভালোবাসা,
         অন্তরের ধন;
শুধু তাহা বাঁচায়ে রাখতে,
        করি কত রণ।


দেখি অন্ধকার আলো হয়,
        চৌর্যবৃত্তির কাছে;
আর সেই চৌর্যবৃত্তি আত্মহনন,
          নীতিকথায় আছে।


শুধু স্থায়ী অস্থায়ী হয়,
         কালের গতিতে;
আবার সত্য মিথ্যা হয়,
          আপন মতিতে।


১০ ই আশ্বিন, ১৪২৭,
ইং ২৭/০৯/২০২০,
রবিবার বিকেল ৪টা। ১১৪৫, ৩০/০৯/২০২০