অনন্ত জীবন বিচিত্র রূপ,
  রয়েছে জগৎ জুড়ে;
কীটপতঙ্গ আর মহীরুহ সব
  দেয় হাত বাড়ায়ে।


শ্যাওলা, উদ্ভিদ, নদী ও দ্বীপ,
    দখল করেছে ওরা;
মানুষ ও পশু, সমাজ, জঙ্গলে,
     বাস করে  তারা।


জীবন সবার ভাবছে আবার,
      করুণা পেতে চায়;
একাকী বাঁচা সেতো বড় সাজা,
     জীবজগৎ নিরুপায়।


জীবনের বিনিময়ে জীবন দিয়ে
                       জীব হয়েছে ধন্য;
প্রকৃতির খেলা প্রকৃতি খেলে,
                       পারেনা হতে বন্য।


পরমাণু হতে ঐ গিরিরাজ,
                   দেখি অপার সৃষ্টি;
জীব শ্রেষ্ঠ মানুষ তুমি,
             সংকীর্ণ করোনা দৃষ্টি।


ভালো-মন্দ সকলি দোসর,
               এই অনন্য জীবকূল;
ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখ,
               জীবনে করোনা ভুল।
    
১৮ই চৈত্র,১৪২৭,
ইং ০১/০৪/২০২১,
বৃহস্পতিবার সকাল ৯টা। ১২৭৫, ০২/০৪/২০২১