জীবনের নানান পর্বে নানান রূপ
জ্বালিয়ে ধুপ গন্ধ ছড়ায়;
ভাবতে বসে ভাবি, এ কোন শশী,
হৃদমাঝারে এসে জড়ায়।


মনের কোনে কোনে যত আঁধার
আলোয় যদি ভরে দেয়;
দেখতে পাবো নানান রূপের বাহার
যদি মনোদুয়ার খুলে যায়।


বিস্ময়ে ভরা হৃদয়ের ওই গহ্বর,
মণিমুক্তায় আছে ভরা;
অরুপ রূপের পরশ পেয়ে জ্ঞানীগুণী,
হয়ে পড়ে আত্মহারা।


কবি, লেখক তাই তো পাগল
থাকে বসে আপন মনে;
চলে প্রানের মাঝে উথাল-পাথাল,
অপার্থিব সেই ধনের টানে।


সেই রূপের সন্ধান কেউ যদি পায়
অন্তরের ওই ভালবাসায়;
পার্থিব সুখ পারেনা আর বাঁধতে তাঁরে
জগতের শত মোহ-মায়ায়।


৩ রা আষাঢ়, ১৪২৮,
ইং ১৮/০৬/২০২১,
শুক্রবার সকাল ৯:৩৫।  ১৩৫৩,  ১৯/০৬/২০২১।