অপরের ত্রুটি শুধুই ভ্রূকুটি,
          নিজেকে দেখেনা কেউ;
ন্যায়, অন্যায় সব মাপ হয়,
          নিজেই সমাজের ফেউ।


যত অপরাধ অন্যেরা করে,
           আপনি করেনা কিছু;
অন্যের কাজের খুঁত শুধু ধরে,
      ছোটে অপরের পিছু পিছু।


কঠিন জীবন, কঠিন এ রণ,
          মানুষের কঠিন চরিত্র;
রক্ত ঝরেনি, ঘামও ঝরায়নি,
          ধরেনি কখনও অরিত্র।


বুঝিবে কেমনে, ঝড় হাওয়ার সনে,
       যারা দরিয়ায় বায়নি নাও?
শান্ত শীতল খাল বিলের জলে,
         ছোট তরণি যারা বাও।


বিপদের মাঝে জান-প্রাণ দিয়ে,
       যারা করে লড়াই মুখামুখি;
বীর বলে তাঁদের আঙ্খায়ীত করে,
       প্রকৃত তাঁরাই জীবনে সুখী।


২৫শে আশ্বিন, ১৪২৫,
ইং ১২/১০/২০১৮,
শুক্রবার, বিকেল ৪টা। ৬০৭ তাং ১২/১০/২০১৮।