ওরা কাঁদে কেন সেধে?
বুঝি ভাবছে ওদের পাশে
কেউ নাই আপন জন;
দেশ হারায়ে অজানায় এসে,
দিশাহীন অসহায় ওদের জীবন?


না - কর্মহারা শ্রমিকরা ওরা?
হয়তো নাই ওদের আয়ের কোন পথ,
তাই খিদের জ্বালায় ঘুরে বেড়ায়,
এমনিভাবে থাকবে কি আর সৎ?


তবে কি ওরা আপন হারা?
হারিয়েছে বুঝি শাসকের অত্যাচারে,
নয়তো ওই অসুখ-বিসুখ,
মহামারী করোনা চেপেছে ওদের ঘাড়ে।


ভাবি- মা হারায়েছে কি সন্তান তার,
রাষ্ট্রের যুদ্ধ যুদ্ধ খেলায়?
নয়তো মায়ের ছেলে জীবন দিল,
দেশের জন্য হাসতে হাসতে,
হয়তো ভীষণ অবহেলায়।


নয়তোবা ধর্ম জাতির লড়াইয়ে ওরা
দিয়েছে ওদের প্রাণ,
স্বার্থান্বেষী ওই মানুষগুলোই
সমাজে বিভেদের মন্ত্র করেছে দান।


অবাক! বন্ধু অবাক!
নিজের স্বার্থে ওরা সবাক!
এমন মানুষ দেখে -
আমরা বিস্ময়ে হই হতবাক।


দেশের পরিস্থিতি জিজ্ঞেস করলে,
ওরা কেবলই ভবিষ্যতের কথা বলে,
কৌশলে এই বর্তমানকে ছেড়ে,
ঐ অতীতে যায় চলে।


পরিশেষে জিজ্ঞেসিণু - ওরা কেন কাঁদে?
বলল শেষে স্বভাবসিদ্ধ হেসে,
লক্ষ লক্ষ টাকা দেবো ওদের,
তবু ওরা কাঁদে কেন সেধে?


১৫ ই আষাঢ়, ১৪২৭,
ইং ৩০/০৬/২০২০,
মঙ্গলবার বেলা ৪:০৮। ১০৫৪, ০১/০৭/২০২০।