ওরা মোদের হলো কই?  
নিজের স্বপ্নে, নিজেই বিভোর,  
           আপন মনে;
স্বপ্ন ঝরা রাতের বেলা,
আপন মনে করে খেলা,
           নিজের সনে।


ঘরের বাইরে কি যে হলো,
             জানতে চাইলো না;
নিজের পাওয়ায় কমটি হলে,
              কাউকে ছাড়ে না।


ঐ যে দূরে শুনতে পাই,
           মায়ের কান্নার সুর;
কি হারালো মা যে তাঁর?
           কান্না-দুঃখেই ভরপুর।


হয়তো খিদের জ্বালায় কাঁদে সন্তান,
          খাবার কোথায় পাবে?
এখন চাষির ক্ষেতে নাইরে কাজ,
         সে কোথায় আজ যাবে।


দেশের মানুষ প্রায় সবই বেকার,  
           কাজ পাবে সে কোথা?
দেশে আপনজন আর পাবেনা কেউ,  
           তাই দুঃখ করাই বৃথা।


আয়রে সবাই হাত ধরি আজ
        নিতে হবে কঠিন শপথ পথে;
দুঃখের দিনে, সুখের দিনে ,
       পা-মিলিয়ে চলবো একই মতে।


২১শে কার্তিক, ১৪২৪,
ইং ০৮/১১/২০১৭,
বুধবার, সকাল ৭টা। B.K. 454dtd 26/04/18