অর্থের ব্রতই জীবন নয়,
হাসিখুশি ভালোবাসায়,
জীবনটা সম্মুখে ধায়।


হিংসা দ্বেষ পাপ বোধ,
অর্থই এনেছে ক্রোধ,
কেমনে করিবে রোধ?


অর্থই অনর্থ আনে,
সুখ শান্তি ভাসে বাণে,
জগতের মানুষ জানে।


সেই অর্থ ক্ষমতার দম্ভ,
শুধুই মাটির তৈরি কুম্ভ,
বেহাগে বাজিবে না তুম্ব।


ছেড়ে অর্থ লালসা সব,
উঠুক হাসি আনন্দের কলরব,
ভিখারি বেশি যেন কুশ লব।


১৫ই শ্রাবণ, ১৪২৬,
ইং ০১/০৮/২০১৯,
বৃহস্পতিবার, সকাল ১০টা। ৭৪৫, তাং ০১/০৮/২০১৯।