কাছের বস্তু সরে গেলে
ফাঁকা হয়ে যায়;
একাকীত্ব জড়িয়ে ধরে,
নিজেকে লাগে অসহায়।


অসহায় মোরা জীবজগতে
চলে জন্ম-মৃত্যুর খেলা;
প্রিয়জনকে হারায়ে কাঁদি,
পেয়ে আনন্দে করি খেলা।


যোগ বিয়োগের কঠিন অংক,
মিলাতে পারিনা কিছু;
একাকী বসে আকাশের তলে,
মাথা করি মোরা নীচু।


আসা-যাওয়ার এমন খেলা,
সহজ নয় তো মোটে;
আশা নিরাশায় আমরা থাকি,
নিয়ে যখন যাহা জোটে।


সময় এলে হয়ে যাবে শেষ,
বাজবে ঘণ্টা দূরে;
নিথর দেহ পড়ে রবে হেথা,
স্মৃতির মোড়ক জুড়ে।


২৭ শেষ জৈষ্ঠ্য ১৪২৭,
ইং ১০/০৬/২০২০,
বুধবার সকাল ৭:১৩। ১০৪৯, ২৫/০৬/২০২০