যেমন দেশ, তেমন সরকার,
তেমনি তাদের ভিতর বার।
গুরুর কথায় পাগল হয়,
কে নেবে জনগণের দায়?


ব্যক্তিস্বার্থে মত্ত এরা,
মৌলবাদী ধর্মীয় গোঁড়া।
ক্ষতের ক্ষতি শুধুই হবে,
এরা ভালো করছে কবে?


পশ্চাৎ পানে ছুটতে চায়,
এই কলি থেকে ওই ত্রেতায়।
এরা ভালোর কথা ভাববে কবে?
তাই প্রতিশ্রুতি দিতেই হবে।


কিছু তথাকথিত শিক্ষিত মানুষ,
এদের নামে উড়ায় ফানুস।
ভোল পাল্টায় সময় হলে,
গহন বনে বা নদীর জলে।


দুঃখ হয় ভাবতে বন্ধু,
লেখনীতে তাঁরাই দাতা সিন্ধু।
জানতে হবে, বুঝতে হবে,
এদের ধ্বংস হবে কবে?


ভালোর মুখোশ পরে থাকে,
মুখোশ খোলে বাঁকে বাঁকে।
সমাজের শান্তি দেশের শান্তি,
এদের কাছে সবই ভ্রান্তি।


কোন ভালোবাসা এদের নাই,
তাইতো এরা শ্মশানের ছাই।
নোংরা করে সমাজ জাতি,
ফেলো মুছে এদের ভাতি।


তবেই বাঁচবে মোদের দেশ,
ওই অশনিসংকেত হলে শেষ।
আর দেরি নয় দাঁড়াও রুখে
দেশ-জাতি আর নিজের সুখে।


৫ ই আষাঢ়, ১৪২৮,
ইং ২১/০৬/২০২১,
সোমবার বেলা ১১:০২। ১৩৫৬, ২২/০৬/২০২১।