লড়াইয়ের হার মেনে নেওয়া কষ্টকর,
তাই দুর্বল প্রার্থনায় নির্ভর।
এই অস্তিত্বের লড়াই জীবনভর চলে;
থামে কি লড়াই দুর্বল বলে?


জীবন আর মৃত্যু পাশাপাশি চলে,
যাই কি ভুলে মোরা?
অস্তিত্বের লড়াই আমরা কি ডরাই,
চলে ছুটে জীবনের ঘোড়া।


জীবন থাকলে লড়াই চলবে,
তাহা আমরা জানি সবাই,
মরে বেঁচে থাকা জীবন যাপন,
সেই দুঃখের কথাটা ভাবাই।


কালের গতিতে জীবনের লড়াই
প্রতিমুহূর্তে অনুভবে পাই;
এ লড়াই ছেড়ে, কি করে দাঁড়াই?
দেখি ভীত, সন্ত্রস্ত সবাই।


হেরে যেতে হবে, জানি মোরা সবে,
তবু লড়ি জীবনের বাজি রেখে;
সত্যের সত্য, জন্মিলে মরিতে হবে,
যাবে কি সে পথ কখনো বেঁকে?


তাই প্রার্থনা নয় আপন চেতনায়,
ঘুম থেকে সবাই জাগোরে;
ভালো কিছু মোরা রেখে যেতে চাই,
কূল হারা এই সাগরে।


১৫ ই কার্তিক, ১৪২৭,
ইং  ০১/১১/২০২০,
রবিবার বেলা ১১:২৪। ১১৭৯, ০৩/১১/২০২০।


শুভেচ্ছা নিরন্তর।
এই কবিতাটা প্রিয় ভাগ্নে প্রদীপ কে উৎসর্গ করলাম।