দ্বন্দ্বের রন্ধ্র প্রতিপদে,
ছন্দহীন তাইতো বলে।
ক্ষণিক সুখ হয়তো আসে,
পরিণামে ওই দুঃখে ভাসে।


দৃষ্টি যদি অস্বচ্ছ হয়,
পথ কি ভালো দেখা যায়?
সরল পথও বক্র হয়,
পায়ে পায়ে হোঁচট খায়।


বন্ধ, মন্দ, হৃদয় খানি,
শুনতে পায় না আগমনী।
পাখির ডাকে প্রভাত আসে,
তরুণ অরুণ আলোয় ভাসে।


বন্ধ চোখ অন্ধ থাকে,
বাঁধা আসে বাঁকে বাঁকে।
আলোহীন ওই কঠিন আঁধার,
নয় যে ভালো মুক্তি সাধার।


খোলো, মেলো, দরজা তোমার,
পাবার আশা থাকবে আবার।
তখন অসহ্য সহ্য হবে,
হৃদয় দুয়ার খুলবে যবে।


দ্বন্দ্ব, রন্ধ্র, ছন্দ, সব,
মুক্তি পাবে এই জগত।
আপন মনে চাইলে পরে
সবই তোমার মিলবে ঘরে।


২৭ শে ফাগুন,১৪২৭,
ইং ২২/০৩/২০২১,
শুক্রবার সকাল ৬:৪৯। ১২৬৭, ২৫/০৩/২০২১।