ন্যায়-নীতি বিভ্রম সব রবে পড়ে,
শয়তানরা দল পাকায় অতীতকে খুঁড়ে।
সত্য মিথ্যা জানে না তো কিছু,
জানি শুধু আমি বড় বাকি সব নিচু।
আলোকে আলো বলা অন্ধকার নয়,
মিথ্যা নিয়ে থাকে ওরা সত্যে পায় ভয়।
মিথ্যা নিয়ে প্রচার করে দেখায় সংস্কার,
সাধারণ তাতেই ভোলে ভাবে পেলাম পুরষ্কার।
অতীতের স্মৃতিগুলো সে যে ইতিহাস,
জীবনধারার তাহা অনন্য বিশ্বাস।


মুছে দিতে চায় কেহ মোদের অতীত,
মানব বিকাশে তাহা সত্যি কি পতীত?
আজ যারে ভালো বলি কাল মন্দ হয়,
সময়ের বিবর্তনে প্রকৃতি মানুষকে শেখায়।
তোমার আমার ভাষা প্রকৃতি শোনেনা,
জীবন প্রকৃতিতে বাধা মোরা জানি না ।
তাই এত লম্ফঝম্ফ চারিদিকে আজ,
ইতিহাসকে মিথ্যা বলি তাই মোদের কাজ।
ভালো-মন্দ অতীত মোদের কভু মিথ্যা নয়,
মিথ্যা প্রচার মানুষের মনে এনে দেয় ভয়।
জীবন তো একটাই জন্ম আর মৃত্যুতে শেষ,
তাই বলি ওগো শোনো -
সত্যের মাঝে আনন্দে রবো মোরা বেশ।


২৫ শে কার্তিক,১৪২৬,
ইং।  ১২/১১/২০১৯,
মঙ্গলবার, সকাল ৯:১৫। ৮৩৩, ১২/১১/২০১৯।