ভুলতে ভুলতে ও ভোলা যায় না-
            অতীত দিনের কথা;
তাই স্মৃতির খাতায় মন চলে যায়,
             প্রাণে বাজে ব্যথা।


আজ যে দিন মধুরতর,
    অতীতের সে দিন মধুরতম ছিল;
প্রাণের কথা, মনের ব্যথা
   একান্ত গোপনে, হৃদয় নাড়িয়ে দিল।


দেহ স্থবির, চরণ চলে না
                    মরণ এসেছে দ্বারে;
তবুও যে প্রান হয় আনমন,
             যেতে চায় অতীত বাসরে।


ছুটিতে ছুটিতে, খেলিতে খেলিতে,
              পার হয়েছি কত পথ;
সুখ দুঃখের সেই স্মৃতিগুলো মোর,
            ঘিরে রেখেছে জীবন রথ।


চোখবুজে ভাবি ঐ বুঝি আমি-
        চলেছি স্মৃতির মেঠো পথ ধরে;
মধুর সে দিন, ভালবাসার বীণ,
       আজও বাঁজাই নিজের মনে করে।

১৫ই ভাদ্র, ১৪২৪,
ইং ০১/০৯/২০১৭,
শুক্রবার, সকাল ৬.৩০।