অতীত পানে তাকালে
চোখে আসে জল,,
ভবিষ্যতের পানে তাকালে,
মরীচিকা করে টলমল,
বর্তমান লোমহর্ষক বিভীষিকা
মায়ের আঁখিপট করে ছলছল।


রক্তের হোলি খেলা
এই চৈত্রের শেষ;
বৈশাখে নতুন বছর
পুরাতন রেখে যাবে রেশ।


শান্তির বাতাবরণ
যাবে দূরে চলে;
কেমনে কাটবে বর্তমান,
ভবিতব্য কী বলে?


স্বার্থের দাবানলে
পুড়ে হবো শেষ
দেশের নেতা নেত্রী
রবে তাঁরা বেশ।


২৯ শে চৈত্র, ১৪২৭,
ইং ১২/০৪/২০২১,
সোমবার সকাল ১০টা। ১২৮৬, ১৩/০৪/২০২১।-