আলগা চুলে বধূ যেন আসে ভেসে,
              মেঘের ভেলায়;
সে অপরূপ রূপমাধুর্যে পরাণ ভুলায়,
              দক্ষিণা হওয়ায়।


প্রভাতের রবি ধরণীরে-
              আবিরে রাঙ্গিয়ে দেয়;
স্মৃতিগুলো তাঁর রূপময়, হয়ে,
              ভাসে সাঁঝের বেলায়।


চাওয়া পাওয়ার ঐ যে বাসনা,
         সে তো সময়ের সাথে বাঁধা;    
কখন আসিবে সময় তাঁহার,
         জানে শুধু ঐ সাধিকা রাধা।


প্রভাতের রবির মতই জীবন শুরু,
               সেই অস্তাচলেই শেষ;
বারে বারে দেখি তবু নাহি শিখি,
               এই তো আছি বেশ।


জীবনের চাওয়া, জীবনের পাওয়া,
               জীবনেই শেষ হবে;
অতীতের স্মৃতি জগৎ মাঝে শুধুই-
               ইতিহাস হয়ে রবে।
২৭শে কার্তিক,১৪২৪,
ইং ১৪/১১/২০১৭,
মঙ্গলবার, সকাল ৭টা।