রূপময় বিহ্বলতায় হৃদয় আবিষ্ট হয়,
কোন গোপন ভালবাসায় আজ স্বপ্নময়।
              ফেলে আসা সেই অতীতের ব্যথা,
              অন্তরালে প্রাণের সাথে বলে কথা।
নতুন প্রভাতে-
                 চোখ বুজে যেন ধ্যানমগ্ন আমি,
বর্তমান ছেড়ে-
           অতীতে আমি আর সেই অন্ত্ররযামী।


ঘুরে-ঘুরে, খুঁজে-খুঁজে, যেন পেতে চাই,
আমার সেই অতীত, যতটুকু যেথা পাই।
      সেই ব্যথাতুর মন আবেশে জড়ায়ে রাখি,
    শৈশবের প্রভাতি রোদ আজও হৃদয়ে মাখি।


খুঁজে ফিরি ফেলে আসা স্বপ্নালু চঞ্চল কৈশোর,
বন্ধুদের সাথে মিলেমিশে করেছি কত হৈহুল্লোড়।


যৌবনে প্রথম পদার্পনে-
      উৎফুল্ল সবুজ হৃদয়, পরশে বসন্ত মলয়;
এঁকেছি কত-না রঙিন ছবি-
            নানান রঙ্গে সেই যৌবনের দোলায়।


কর্ম জীবনের শেষে,
অবসর জীবনে এসে-
               সাঁঝের আলোতে নিজ মুখ দেখা;
অতীতের স্মৃতিগুলো,
আবার ফিরে এলো-
       সেই পুরাতন, নতুনের মত আছে আঁকা।


৭ই জ্যৈষ্ঠ, ১৪২৪,
ইং ২২/০৫/২০১৭,
সোমবার, সকাল ৭.৩০।