বিনিদ্র অতৃপ্ত বাসনা,
   একান্ত মর্মের বেদনা,
   জগৎ জুড়িয়া আছে;
   সমুদ্রের ঢেউ-
      তীর চুমে যায়,
   তীর কভু তারে-
     কাছে নাহি পায়,
  তবু পরশে হৃদয় নাচে।


মানুষের কাছে দিতে চাই দিশে,
পবিত্র আলোয় স্নাত হউক;
আগুনে পুরে, খাঁটি সোনা হয়ে,
আলোর বর্তিকা হাতে লউক।


সাম্যের বাণী ধন্য মানি,
    জগৎ বুঝিবে কি তাই?
জন্ম শূন্য, মৃত্যু শূন্য,
    তার উপরে কিছু নাই।


২0শে আষাঢ, ১৪২৪,
ইং ০5/০৭/২০১৭,