কোথায় শুনিলাম আমি মর্মর ধ্বনি
          প্রাণের তরুতে চেতনার আলোতে,
জাগিলো কি মনের বাণী?


হৃদয় কাপিল কে যেন বলিল,
                          সময় যে আর নাই;
জাগো ওঠো সকলে চলিল,
                   পদধ্বনি যেন শুনিতে পাই।


আকুলি বিকুলি উঠিল জাগিয়া,
                           নিথর স্নায়ুতন্ত্র মোর;
কি আলো লাগিলো চোখে,
                খুলিয়া গেল কঠিন হৃদয়দোর।


নিধি সেই বিধির বিধান,
                         অনন্য সেই প্রকৃতির মত;
জটিল ধারায় চলিছে ছুটিয়া,
                               সেই স্রষ্টার সৃষ্টি যত।


১৬ই পৌষ, ১৪২৬,
ইং ০২/০১/২০২০,
বৃহস্পতিবার, বেলা ১টা। ৮৭৭, ০৬/০১/২০২০।