আমি তারে জানিনারে-
কোন পথে সে যাবে উড়ে!


বুঝি-দক্ষিণা হাওয়ার পরশখানি,
লাগেছে তাহার বুকের মাঝে।


যৌবনেরই ছোয়া দানী;
পাগল পরাণ যায় ছুটে যায়
শোনায় তাহার হৃদয় বানী।


কোন সুদূরে যাবে উড়ে-
পাগল হাওয়ার রথে চড়ে,
নীল আকাশে ময়ূরপঙ্খী পাখা মেলে।


যায় না ধরা, হয় না হারা,
অসীম পানে ডাকছে কারা,
    বসন্তের সেই বাঁশির সুরে।


নব রাগের সুরে ভাসি-
প্রাণের প্রিয়ার দেশে আসি,
বকুল ফুলের মালা গাঁথি পরায় তারে।


১৩ই ভাদ্র, ১৪২৪,
ইং ৩০/০৮/২০১৭,
বুধবার,সকাল ৭টা।