আমি যারে আপন ভেবে
চাই দিতে ওই যাহারে,
কোথায় আমি পাই তাহারে?
দিনের আলোয় খুঁজলাম তারে
মুক্ত ঐ আকাশ তলে,
কোথাও খুঁজে পেলামনা যে।


দিনের শেষে একা বসে
গভীর ওই আঁধার রাতে,
প্রাণ খুলে ডাকলাম তারে।
ওই সুদূরে ডাকছে পাখি
সাথী হারা রাত্রি শেষে,
আমার মত চোখের জলে
আপন ভেবে ভালোবেসে।


তবু কেউ দেয়নি সাড়া
আপন হারার ডাক শুনে;
কেমনে থাকে আপন মনে
সব ছেড়ে এই জনারণ্যে,
কিংবা জনমানবহীন ঐ মহাঅরণ্যে?


এই ভালোবাসার মূল্য কোথায়,
সবই রবে আপন ব্যথায়;
উত্তর যদি না পাওয়া যায়,
তবে সমব্যথী পাব কোথায়?


নিরাশাতেই কাটবে জীবন,
মৃত্যু এসে তুলে নেবে;
আমার ব্যথা তোমার ব্যথা,
সকল ব্যথাই পড়ে রবে।


৮ ই আষাঢ়, ১৪২৮,
ইং ২৪/০৬/২০২১,
বৃহস্পতিবার সকাল ৯:৩০। ১৩৫৯, ২৫/০৬/২০২১।