রাখীবন্ধনের সেই পূন্যদিনে মিলেছিলাম মোরা,
       পাঁশকুড়াতে মাসিক মিলন মেলায়;
সারাদিনে কবিতা পাঠ, গান বাজনা, হৈ হুল্লোড়,
       তারপর বাড়ী ফেরা সন্ধ্যায়।


জীবনের এই শেষ বেলাতে, বাংলা কবিতা ডট কম,
       ভরে দিল আনন্দেতে মাতিয়ে দিল প্রাণ;
স্রষ্টা কবিবন্ধুদের নানান ভাবনা, নানান চিন্তা,
     শুনিয়ে দিল সৃষ্টি সুধার মন মাতানো গান।


হারিয়ে ফেলা অতীতগুলো আবার যেন ফিরে এলো,
কানে কানে বললো এসে, আছি বন্ধু তোমার সাথে,
        সৃষ্টি রসের এই খেলাতে প্রাণ ভুলাতে;
নতুন সৃষ্টি নতুন ভাবনা, নতুন নতুন এ সব খেলনা,
আঁধার ধরা আলোয় ভরুক আসুক ফিরে প্রাণে সুখ,
       স্বর্গটা আসুক নেমে আমাদের এই ধরাতে।

১০ই ভাদ্র, ১৪২৫,
ইং ২৭/০৮/২০১৮,
সোমবার, বেলা ১১টা।  565 dtd 27/08/2018.