ও বাঙ্গালী ভাই -
তোর পান্তা ভাতে কাঁচালঙ্কায়
বুঝি ইলিশ ভাজা চাই,
আমার ও বাঙ্গালী ভাই।


যে খেয়েছে এমন খাবার,
সে কোনদিন ভুলতে পারে নাই;
ও বাঙালি ভাই,
পান্তা ভাতে কাঁচালঙ্কা ইংলিশ ভাজা
আমি হেথায় কোথা পাই?


পদ্মা নদীর মিঠা পানির
সেই ইলিশ আর কোথাও নাই
আসন পেতে খেতে বসে,
আজ রসনায় জল আসে,
দুঃখের কথা কোথায় বলি ভাই?


পান্তা খেয়ে শান্ত হয়ে
বাইর বাড়ির মন্দির ঘরে মেঝের পরে,
ঘুম লাগাতাম প্রাণভরে,
আমার হারিয়ে যাওয়া সুখের দিন,
আজ কোথায় খুঁজে পাই,
ও বাঙালি ভাই।


আউশ ধানের পান্তা আর
পদ্মা নদীর ইলিশ ছাড়া,
বল সেই মজা কোথায় আমি পাই,
ওরে ও বাঙালি ভাই।


২০ শেষ আষাঢ়, ১৪২৭,
ইং ০৫/০৭/২০২০,
রবিবার, রাত ১০:১০।  ১০৫৯, ০৭/০৭/২০২০।