ধর্ম, বর্ণে ভাগাভাগি দেশজুড়ে দেখি,
মানুষ কি হতে পারে এই দেশে সুখী?
তৃষ্ণিতের জল নাই, ধু ধু মরুভূমি,
অবাক বিস্ময়ে দেখি, আমি আর তুমি।
অধর্মের জাল বুনে, বেঁধেছে মানুষ,
রামনাম জপ করে, উড়ায় ফানুস।
দেবতার নামে এরা আফিং খাওয়ায়,
আর পাপ-পুণ্য এনে, জগত ভুলায়।


ওই মিথ্যার পশ্চাতে, লোভ হিংসা দেখি,
তবুও অবাক হয়ে, বলি মোরা একি!
বলতে চাই না মোরা, দুঃখ বুকে লয়ে,
আপনি আপন মাঝে থাকি সব সয়ে।
প্রতিবাদ নাহলেই, সব মুছে যাবে।
অন্ধবিশ্বাসেই ডুবে মরতে যে হবে।


২৮ শে আশ্বিন,১৪২৭,
ইং ১৭/১০/২০২০,
শনিবার রাত ১২:৩০। ১১৬৩, ১৮/১০/২০২০।