পরাশ্রয়ী পরগাছা পর নির্ভর,
               নির্গুনে ভরা;
যদি ও জীবন্ত সে,
            বলি তাঁরে জড়া।


রূপের বাহার নাই,
            গুণে যারা গুণী;
নিঃস্বও তাঁরে নিয়ে,
             মনে প্রাণে ধনী।


চকচক করলেই যে-
           হয়না তো সোনা;
লোহার রূপ নাই,
           গুণে হয় গোনা।


নধর কান্তি দেহ,
          কোন কাজে লাগে?
ঘরের বোঝা তাঁরা,
          নিত্য নূতন মাগে।

রুক্ষ্ম সূক্ষ্ম দেহধারী,
          নহে সুন্দর সুন্দরী;
সমাজের সুখের তরে,
         ভাসায় জীবন তরী।


সর্বশ্য বিলায় যারা,
       সমাজকে আনন্দ দিতে;
জীবনকে বাজি ধরে,
       তাঁরা ভাবে পর হিতে।


পরগাছা আমি ছাড়া-
          ভাবেনা তো কিছু;
নিজ সুখ বড় ভেবে,
         ছোটে পিছু পিছু।


১লা ভাদ্র, ১৪২৫,
ইং ১৮/০৮/২০১৮,
শনিবার, রাত ৯টা। ৫৬৮ তাং ৩০/০৮/২০১৮।