যে কাজে এসেছিলাম-
        পূর্ন করি সেই কাজ,
ফিরে যাব আমি।


সে তো নয় কথার কথা!
        এ যে- শুধুই বোঝা,
বইতে হবে অনেকখানি;
      বাস্তবে সে নয়রে সোজা;
সে কথাটা আমরা সবাই জানি।


ওই যে দূরে দিগন্তটা-
     ভাবছি গেলেই পেয়ে যাবো,
ছুটতে ছুটতে সন্ধ্যা হলো,
এখনও তাঁর পরশ পেলাম না গো।


আর কতদূর ছুটতে হবে-
           এই আঁধার রাতে?
তোমরা কি কেউ বোলতে পারো?


ছুটতে ছুটতে ছোটার শেষে,
থাকবো কি আর আমার বেশে?
        সব হারাব সেইখানেতে।


আলোর পরে আঁধার এলো,
           আঁধার পরে আলো;
সব হারায়ে কোন খুশিতে-
         থাকবো আমি ভালো।


১৪ই কার্তিক, ১৪২৪,
ইং ০১/১১/২০১৭,
বুধবার, বিকাল ৪.৩০টা।