হউক কলরব,উঠছে আওয়াজ ;
        ভাঙ্গতে হবে, প্রাচীন রেওয়াজ ।
                 আকাশ বাতা্‌স,কাঁপছে আজি ;
                     সবুজ তরু, নাচতে রাজি ।


       আয় না ছুটে, দখিন  হাওয়া
       সতেজ প্রানে, গান গাওয়া ।
                     অন্ধকারের- বন্ধ দুয়ার,
                খুলতে এলো-নবীন সওয়ার ।


     পা মিলাতে- এগিয়ে এলো,
     ন্যায়ের পথের,সবুজ আলো ।
               আর দেরি নয়,কাঁপছে বাতাস ,
                 ঝেড়ে ফেলরে, হৃদয় হুতাশ ।


      নীতির শাসন, পেতে হলে ,
      আইনের দণ্ড ,নেরে তুলে ।
                   অন্ধ নিশা- সরিয়ে দিয়ে ,
                  আনরে বয়ে, দীপ্ত হীয়ে ।


     আমরা আজ, সবাই সরব ,
     জগত জুড়ে, হউক কলরব ।