যখন তোমার হারিয়ে যাবে-
        জীবন তরী ;
  আর পাবেনা খুঁজে তাঁরে –
       এমন করি !


কোন কাননে ছিলে তুমি ,
    কার বাগানের ফুল ?
কোথায় ভেসে চলে যাবে !
    নাইরে তাহার কূল ।


বন্ধু তুমি নীল আকাশ ,
    অসীমেতে থাক ;
কভু মেঘে ঢেকে যাবে ,
    কষ্ট পাবে নাকো ।


মেঘ সরিয়ে নীল আকাশ ,
    আবার দেখা দেবে ;
এমনি করেই জীবন ধারা ,
    প্রবাহ মান রবে ।


       “চিত্ত রঞ্জন সরকার”
       ৯ই পৌষ, ১৪২১ ,