ছোট্ট পাখি দোয়েল আজি ,
                         বলছে মোরে ডাকি ;
             কেমন আছ - বন্ধু তুমি ?
                        বিদেশ বিভূঁই থাকি ।


           সুখের জন্য দেশ ছেড়েছ ,
                     সুখে আছ কি ?
           হৃদয়ের ঐ বোবা কান্না ,
                     বুঝতে পেরেছি ।


          ভাগ করল বাংলা মাকে ,
                 স্বার্থপরের দল ;
         জমিখানা টুকরো করা ;
                এই তো ছিল ছল ।


        রাজা হবে ব্যক্তি স্বার্থ,
              পূরণ করল ওরা ;
      লক্ষ্ মানুষ সব হারাল ,
             আমি দিশে হারা ।


     উড়ে বেড়াই বন্ধু আমি ,
            এদেশ থেকে ওদেশ ; ;
     সব হারানোর ব্যথা বুঝি ,
           হারায় যারা স্বদেশ ।


     কোথায় বিবেক কোথায় চিন্তা
            কোথায় মানুষ জন ?
     ভাবেনা কি আবার তারা ?
            পেতে আপন মন ।


  আকাশ বাতাস সবাই ডাকে ,
           আয়না ফিরে ঘরে ;
  সোনার আলোয় ভরে উঠুক ,
          হৃদয় গহন ওরে ।


                           "চিত্ত রঞ্জন সরকার"
                            ১৮ই পৌষ ১৪২১    p-৫ b.k.