উদাস, উদাস, কেন ওরে মন ?
দুঃখের সাথেই শুধু আলাপন ।
     বিরহ ব্যথায় সব ধুয়ে মুছে যাক,
     জীবনের সুর প্রানে ফুল হয়ে থাক ।


কভু পার্থিব ব্যথায় যদি কাঁদে মন ,
তবু হারায়োনা হৃদয়ের সেই ধন ।
     শূন্য হাতে একদিন হারিয়ে যাবে তুমি ,
      পূর্ণতা পাবে ধরণী তোমার বক্ষ চুমি ।


করুণার ধারা ঝরিবে হেথায় তোমারে স্মরি ,
ধন্য হবে ধরণীর লোক তোমারে বরি ।
     সুখ-দুঃখ প্রানের আবেগ যাবেনা ফেলা ,
     জীবনের সাথে জীবন গড়ে আনন্দমেলা ।