আমরা তো সংসারী জীব,
        সংসার নিয়ে থাকি;
সঙ সাজার প্রকৃষ্ট জায়গা,
   সাজিতে কিছুই রাখিনা বাকী।


শাপদ সংঙ্কুল অরন্যের পশু,
     হিংস্র কতটা তারা;
মানুষ নামে ততধিক হিংস্র জীব,
     আছে সংসার ভরা।


মানুষ নামের ফানুস এরা,
       মুখোশ পরে থাকে;
নিজের স্বার্থে দিতে নরবলি,
   ওদের হাত কাঁপেনা মোটে।


মানুষে মানুষে এত বিদ্বেষ,
     হিংস্র পশুরাও লজ্জা পায়;
মান হুস সব বিদায় দিয়ে,
     মানুষ জঙ্গলের পানে ধায়।


         ১৪ই অগ্রহায়ণ, ১৪২৩,
         ইং ৩০/১১/২০১৬্‌
           বুধবার। ১০টা