মতৃ ক্রোড় হতে-
ক্রমে ক্রমে বড় হয়ে,
    ছুটিলাম পথে পথে;
ধীরে ধীরে পরিচয় হলো,
    কঠিন বাস্তবের সাথে।


অনাহারে অর্ধাহারে মানুষ ছুটিছে,
     দিক ভ্রান্তের মত;
সব কুড়ায়ে আনিতে হবে-
     যেথা পায় যত।


দিন শেষে-
ক্লান্ত অবসন্ন দেহখানি লয়ে,
দাড়ায় এসে-
ক্ষুধা ক্লিষ্ট আপনদের কাছে;
তুলে দেয় হাতে যতটুকু আছে।


তাই নিয়ে আনন্দে আত্মহারা ওরা,
ধনীদের গোলা আজও তবু ভরা।


এখনও বিশ্বায়নের নামে-
গরীবকে শোষন করে,
     ডানে আর বামে!


আতঙ্কে কাঁপছে ধরা,
চক্রান্তের জাল ছাড়া,
চারিদিকে দেখিনা তো কিছু;
স্বার্থের আচ্ছাদন তলে,
বিদ্রোহের প্রদীপ জ্বলে,
সেই দীপ ছুটিছে, ওদের পিছু পিছু।


মুক্তর আলোর বন্যা,
ধরণী করিবে ধন্যা,
মুছে দিয়ে বিদ্বেষ সংঘাত;
ন্যায়ের মশাল হাতে,
নবীন প্রজন্ম মাতে,
কেটে যাক অমানিশার রাত।


      ১২ই অগ্রহায়ণ,১৪২৩,