আলোর উৎস মুখ,
        খুঁজে মরি মোরা,
দিশে হারা দিগভ্রান্তের মত;
কোথা সেই উৎস মুখ?
       খুঁজে হই সারা।  


কোথা কারে জিজ্ঞাসিব,
      কে দেবে উত্তর?
নাই পথ আন্ধকারে, অন্ধ সবাই,
দীর্ঘ্য শ্বাসে অনুমানে বলে সবে,
      না পাবে সত্তর।


লৌকিক চেতনা-
ভিত্তিহীন মনগড়া কল্পনা,
       বয়ে বয়ে চলছে ওধারে;
চকিতে চমকদেয়, প্রভাতের আলো,
               নিশীথে ভাবনার আধারে।


আলোর উৎস মুখ-
     সে তো বহুদুরে নয়;
আছে পাশে নিজের কাছে,
     আপন চিত্ত চেতনায়।