পুরুষ দম্ভ করে বলে, ছল চাতুরির ছলে,
      নারীর অধিকার নাই;
নারী পুরুষ ভোগ্য,পুরুষ করে কর্ম যজ্ঞ,
      ধর্মে লেখা আছে তাই।


নারীকে ছোট করে, এ সমাজ পিষে মারে,
     অপাঙক্তেয়র মত;
কত নারী অসময়ে,প্রাণ দেয় প্রাণ ভয়ে,
     প্রমান আছে শত।


নারী যদি উঠে দাড়ায়, আমাদের এই ধরায়,
     পুরুষের জন্ম নাহি হবে;
কোথা রবে দম্ভ তার? কে নেবে কর্মভার?
     মা হারায়ে যাবে চিরতরে।


কেউ তো দেবেনা একেঁ, কপোলে স্নের চুম্বন,
      দয়াহীন এই সংসারে;
মায়ের স্নেহ ছাড়া,ধ্বংস হবে জীবন ধারা,
     কোথা থাকবি পুরুষ তুই ওরে?