মাতৃ জঠরের নিশ্চিত আশ্রয় হতে,
      নিক্ষিপ্ত জীবন অনিশ্চিতের পথে;
দিগ্ ভ্রান্ত পথিকের মত,
     সে ছুটে চলে অনন্তের রথে।


কোথা থেকে কোথা যাবে,
     চারিদিকে মোহময় হাতছানি;
ভ্রান্ত পথিক দিগ্ ভ্রান্তের মত,
    খুঁজে ফেরে জীবনের বাণী।


তার তরে কোথা আছে কি পরিণাম,
      জানেনাতো অবোধ জীবন;
শিহরন জাগে হৃদয় মাঝারে,
      শুধু ছুটে চলা উল্কার মতন।


রূপ রস গন্ধ লয়ে চারিদিকে,
     এই সুন্দর বসুধায় কত হানাহানি;
ভাল মন্দ আরও কত মিলন সংঘাত,
     সব লয়ে জীবনের কত টানাটানি।


উন্মাদ অবোধ জীবন জানিল না,
      কোন পথে শেষ হলো বেলা;
সীমাহীন অনন্তের পথ মাঝে,
      নিঃশব্দে ভেঙ্গে গেল ভেলা।
                    ১৫ই ভাদ্র,১৪১০
                    ইং ০১/০৯/২০০৩
                    সময় রাত ১টা।