অথৈ জলে থৈ খুঁজেছি,
    পাইনি খুঁজে তারে;
আপন পরের এই দোটানায়,
    আপন বলি কারে?


ভাল মন্দের ভাবনা আমায়,
     গভীর ভাবে ভাবায়;
কি যে ভাল? কি যে মন্দ?
     বলবে তাতো সময়।


আজ যারে তুই পর ভাবিলি,
     কাল সে আপন হবে;
ব্যথার দাতা, ব্যথার ব্যথী,
     আপন হয়ে রবে।


ভাল মন্দে আর সুখে দুঃখে,
     সবাই পাশাপাশি;
রাতের কালো দূর করে দেয়,
     নীল আকাশের শশী।


                 ২৯শে অগ্রহায়ন,১৪২৩,
                  ইং ১৫/১২/২০১৬
                   বৃহস্পতিবার,
                    ভোর