আমি খুঁজিয়া ফিরি তাঁরে,
চোখে দেখি নাই যারে।
   প্রকৃতির মাঝে খুঁজিয়া বেড়াই,
   কোথাও যদি তাঁর দেখা পাই।
যাহার পরশ এই অন্তরে মোর,
তাহাকে বুঝিতে কাটেনাই ঘোর।
   অশান্ত সেই হৃদয়ের টানে,
   অনুভবি তাঁরে প্রতি ক্ষনে ক্ষনে।
যেদিকে তাকাই দেখিবারে পাই,
তাঁহার মহিমার তুলনা যে নাই।


ফুলে ফলে, উদ্ভিদ জঙ্গলে,
পাহাড়-পর্বত, নদ-নদী, সমুদ্র অতলে,
       যাঁহার অবাধ গতি;
পদার্থের প্রতি অনু পরমাণু,
আকাশ পাতাল চন্দ্র ও ভানু,
      অনুভবে যাঁহার স্মৃতি।


যুগ যুগ ধরে পাহাড় অরন্যে,
     কাটায়েছে কত যোগী;
যাঁহারে খুঁজিতে বিশ্ব জগতে,
    যুগে যুগে এসেছে সর্বত্যাগী।


হৃদয় ভরিয়া যাঁহারে স্মরিয়া,
  বিদায় লইতে থাকেনা দুঃখ-ভার;
জগতের মোহ পারে না তাহারে,
        বাঁধিয়া রাখিতে আর।


আমি খুঁজিয়া বেড়াই তাঁরে,
আজও দেখিনাই আমি যাঁরে।