হাততালি দেই আমরা হেথায়;
হাততালি দেই তোমার কথায়।


ভাল বলো, মন্দ বলো,
      তুমিই বোঝ সব;
আমরা শুধু তোমার নামে,
      তুলি কলরব।


তোমার ডাকে ছুটে যাই,
      তোমার আদেশ মত;
আপনপর সব ভুলে যাই,
      আমরা আছি যত।


মারতে হবে কয়টা শেয়াল?
      একবার বলে দেখ;
আমরা তোমার দাসানুদাস,
       লিখতে হবে নাকো!


ছিটে ফোঁটা পাই বা না পাই,
      তোমার কাছে রেখো;
এমন ছাত্র আর পাবে না,
      মোদের দেখে শেখো।


হাত তালিতে ফাটিয়ে দেবো,
     বোতল যদি পাই;
আমরা দাদা সেই কুশীলব,
      মরণের গান গাই।
                  ৩০শে অগ্রহায়ন,১৪২৩,
                   ইং ১৬/১২/২০১৬
                    শুক্রবার, সকাল ১০টা।