মনে যাহা আসে-
     আমি তাই লিখে যাই;
কি হলো? কি নাহি হলো?
        নাহি জানি ভাই।


কত জনে ঠাট্টা করে,
    আমায় সখের কবি বলে;
মনে নাহি কিছু করি,
    ভাবি, বলে ভালবাসার ছলে।


কবি হওয়া বড় দায়,
না বেড়ালে কল্পনায়,
    নাহি পাবে কবিত্বের সাধ
ভাষা জ্ঞান নহে বড়,
ভাবাবেগে জড়ো সড়ো,
    কবিতার এই তো প্রকৃত নাদ।


চিত্তের পরশ নিয়া,
যদি মোর কথা যায় ছুইয়া,
      কবি বলে তখনি ভাবিবে আমায়;
লেখনীর প্রতি সুরে,
যদি সুখ দুঃখের মধু ঝরে,
      তবেই স্বীকৃতি পাবো কবির সভায়।