হারায়ে ফেলেছি শৈশব কৈশোর,
     কত সুন্দর মধুঝরা দিন;
একাকী খুঁজি সেই স্মৃতি সম্ভার,
    কত জনের কাছে কত ঋণ।


কত কথা, কত ভাবনা,
    কত ভাবে এসেছে হৃদয়ে;
সেই সবুজ সুন্দর গাছটি,
    নিঃস্ব আজিকে কালের বিদায়ে।


ঘটনা প্রবাহে কখনও কখনও,
     স্মৃতিগুলি দেয় নাড়া;
অশ্রুঝরা হৃদয় আমার,
     কোন সুদুরে হয় হারা।


প্রভাত বেলার রঙ্গিন স্বপ্ন,
    হেথায় ধূসর হলো;
দুপুর গড়িয়ে বিকাল এলো,
   যেতে হবে বধূঁ চলো।


জীবনের খেলা শুধু পথ চলা,
   বিরাম হেথায় নাই;
নয়নাভিরাম সুন্দর এ ধাম,
   বিদায় দিয়েছি তাই।


আর কেন কথা, অতীতের ব্যথা,
    ভুলে যাও তুমি ওগো;
বিরহ বিধুর স্বপ্ন মধুর,
    স্মৃতিটুকু শুধু মাগো।