কোথা হতে আসে জীবন ধারা?
     কেহ নাহি জানে;
আবার কোথা সে বয়ে যাবে?
     কোন স্রোতের টানে?


জীবনের খেলা ঘরে,
     মিছে এই ঘর কন্যা;
অনিত্যের মাঝে তবু-
     ক্ষনিকের হাসি কান্না।


কঠিন বাস্তবের কাছে,
     জীবন মেনেছে হার;
করুণার ভিক্ষার ঝোলা,
     শুধু সম্বল তার।


মহাশূন্য চারিদিকে,
     শূন্যতায় বসি;
জীবন দেবতা ওরে,
    হাসে বক্র হাসি।


কোন ক্ষনে জন্ম লভি,
    ক্ষনিকের ভুলে;
কালের গতি আঘাত হানে,
    জীবনের মূলে।


দিগভ্রষ্ট জীবনের,
    কে দেবে দীশা?
কার হাতে কেটে যাবে,
    এই তমসার নিশা।