জড়া এসে জড়িয়ে ধরবে,
   এই জীর্ন দেহখানি;
কোথা থেকে কোথায় যাবে,
   জানেন অন্তর্যামি।


জন্ম থেকে মৃত্যু সে তো,
    একটু খানি পথ;
এই পথেই দেখতে পাবে,
    কত নানান মত।


মতের শেষে সব মিলেছে,
    খেয়া ঘাটে ঐ;
সকাল থেকে সন্ধ্যা এলো,
    পারের তরী কৈ।


সব হারায়ে একা বসে,
    হাতে ফুলের সাজি;
দিনের শেষে এক তরীতে,
    উঠতে এবার রাজী।


হিংসা দ্বেষের তীর্থভূমি,
    পশ্চাতেতে ফেলে;
জীবন তীর্থের ঐ ভেলাতে,
    সবাই এসে মেলে।