বাস্তবতা রয়েছে-
    ধারনার অনেক দুরে;
প্রস্তাব হবে কার্যকারী,
    বহু পথ ঘুরে।


দুয়ের মাঝের পথ,
    তমশায় ভরা;
প্রানের টানেই শুধু,
    দিতে পারে ধরা।


যোগ যুদ্ধ প্রাণ বুদ্ধ,
   যদি হয় তোমার;
তবেই সত্যরূপী সেই বাস্তব,
আসিবে সম্মুখে সবার।