মানুষ জন্ম লভেছি মোরা,
     এসেছি ধরণীতে;
সুখ-দুখের সাগরে ভেসেছি,
      আছি তার তরনীতে।


কর্মের জন্য ধরায় আসা,
      কর্ম করিতে হবে;
কর্মের মাঝে কর্মীরা বাঁচে,
      বিকল্প নাই ভবে।


দুঃখ দন্য আসবে হেথায়
     ভয়ের কিছু তো নাই;
কর্মই আনবে শান্তি মোদের,
     বাঁচব আমরা সবাই।


এমন সুন্দর মানব জীবন –
     আমরা পেয়েছি ভাই;
ক্ষনিকের ভুলে এহেন জীবন,
     নষ্ট কর না তাই।