বঙ্গের কবিরা মিলিছে হেথায়,
ভাবনার ডালি লয়ে;
বিভক্ত বাংলার ঐক্য সাধনে,
কবিতার সাজি বয়ে।


এই নবদিগন্ত আনিবে বসন্ত,
বাংলার ঘরে ঘরে;
বাংলা জাগিবে,বাংলা বাঁচিবে,
কবিদের হাত ধরে।


ফুলে ফলে ভরিবে বাংলা,
নবদিগন্তের আগমনে;
নবীনের চেতনা আনিবে বন্যা,
কবিদের জাগরণে।


স্মরণীয় হউক,বরণীয় হউক,
নবদিগন্তের এই গান;
স্রষ্টারা বাঁচুক, সৃষ্টির মাঝে,
রাখুক তাদের মান।


২৩শে পৌষ,১৪২৩,
ইং ০৮/০১/২০১৭,
রবিবার,ভোর ৮টা।