১৮৯৩সালের ১১ই সেপ্টেম্বর শিকাগোর ভাষনের শতবর্ষ পূর্তিতে লেখা।    
      
         আজ থেকে শতবর্ষ আগে ,
                 তুমি পরমহংসের অগ্নি শিষ্য ;
          শিকাগো ধর্ম সভায় সৃষ্টি করিলে,
                   আলোড়নকারি এক দৃশ্য ।


          ভারত মাতার অন্তরের কথা,
                     তুলিয়া ধরিলে তুমি ;
           তুমি ছিলে সর্ব ধর্মের পথিকৃৎ,
                  মানব আত্মার অন্তর্‍্যামী ।


           তুমি বলেছিলে ধর্মে ধর্মে,
                      কোন প্রভেদ নাই ;
            মানব আত্মার একই সে রূপ,
                    মোরা সবে ভাই ভাই ।


            ইহ জগতে এমন ব্যাখ্যা ,
                      কে দিয়েছে কবে ?
            তাই তোমার শিক্ষক গুরু রামকৃষ্ণের,
                      তুলনা নাই ভবে ।


            জীবজগতে সবার মাঝে ,
                     খুঁজিয়া পেয়েছ ভগবান ;
             অন্যের দুঃখ আপন করিতে,
                        লভিয়াছি তব দান ।


             তোমার কাছেই পেয়েছি মোরা,
                        মানুষ হওয়ার শিক্ষা ;
             বিশ্ব মাঝারে ছড়ায়ে দিয়েছ ,
                        নব চেতনার দীক্ষা ।


             হিন্দু মুসলমান,বৌদ্ধ খৃষ্টান ,
                       কোন ভেদাভেদ নাই ;
             মানব আত্মা চিনেছিলে তুমি,
                   সবাইকে আপন করেছ তাই ।


              হিংসার বিশ্ব স্মরণ করিছে,
                       তোমার আধ্যাত্ম দীক্ষা ;
              ভাতৃত্বের বন্ধনে বাধা থাক বিশ্ব,
                       এই হউক মোদের শিক্ষা ।


              হে সন্যাসী! তোমার আশির্ব্বাদ লাগি,
                        সবাই করিছে প্রতীক্ষা ;
               নিখিল বিশ্ব শান্তিময় হউক ,
                         এই আমাদের ভিক্ষা ।
        
         ২৫শে ভাদ্র,১৪০০সাল,
          ইং ১১/০৯/১৯৯৩,
           শনিবার, শিলবারি,আসাম।