তুমি কোন অতিথি,
    এলে মোর দ্বারে;
কি গান? কি সুর?
    নিয়ে এলে ওরে।


তোমার সুরের তালে,
    নাচে পশু পাখী;
আজ ছন্দময় চারিদি,
    নাচে ঐ শাখী।


আনন্দে হৃদয় নাচে,
    শরদিন্দু দেখি ভালে;
বসন্তের হাওয়া বয়,
     ধীরে ধীরে তালে তালে।


দৃষ্টপথে দেখিনি তো,
    এমন দৃশ্য ময়,
কত ছন্দে, কত মন্দে,
    এ জীবন ধায়।