ক্ষমতার লিপ্সু যারা,
    এই ধরণী বুকে;
শান্তির বাণী কেন,
    আজ তাদের মুখে।


গরীব দেশের মানুষ,
     বুঝিবে কি তাই?
ছদ্মবেশী ঐ তারা,
     বলে মোদের ভাই।


কত শত মীরজাফর,
    আছে এই দেশে;
বিদেশীদের হাত ধরে,
    ঘোরে ছদ্মবেশে।


আপন সাজিতে চায়,
    আমাদের কাছে;
নিজ দেশ বিক্রি করে,
    ভালই তো আছে।


সময় বুঝি এলো ভাই,
    বুঝিতে স্বদেশী;
সেই সাথে চিনে নিতে,
    কপট ছদ্মবেশী।