অবিবেচক আমরা আজ,
বিচার বুদ্ধি হারায় কাজ,
   সঠিক বিচার পায়না আর কেউ;
তাই তো মোরা সৃষ্টিহারা
চোখের জলে ভাসছে ধরা,
অসময়ে উঠছে ঝড়,আসছে প্রবল ঢেউ।


সৃষ্টি হারার, সেই বেদনা,
           যদি-আপন করে কেউ;
বুঝতে হবে হৃদয় মাঝে,
             উঠছে প্রেমের ঢেউ।


প্রেমের বাণে ভাসিয়ে দেরে
            মনের সকল কালিমা;
উঠবে জ্বলে চেতনার আলো,
            আর- দুঃখ রবে না।  


মোদের সৃষ্টি যদি দেখায় দিশা,  
        তবেই- ধন্য মানবো ওরে;
যতটুকু মোদের ভালো আছে,
       সবটুকুই- দেব উজার করে।