হে বিশ্ব মানব চিনে নাও তুমি,
তোমার এই কঠিন দিনে -
                 তোমার পরম বন্ধু কে?
ডলার, ইউরো? টাকা, ডিনার?
কিংবা ইয়ান বা কিউবান পেসো?
                  বুঝে নিতে হবে যে।


ব্যবসাই তো শেষ কথা নয়,
                হিংস্র শ্বাপদের মত;
মানুষ বাঁচে বাঁচুক, মরে মরুক,
          শুধু দেখে লাভ হল কত।


শোষণের জাল তুলেছিল পাল,
           দখল করেতে বিশ্ব;
মানুষ খুন করে, দখল করে,
            করে দিল সব নিঃস্ব।


তন্ত্রে মন্ত্রে বিভেদ আনিয়া,
             আপন করিল পর;
বড় সমাজতন্ত্র, না ধনতন্ত্র,
            উঠেছিল ধরায় জ্বর।


এবার তোমায় জেনে নিতে হবে,
            চিনে নিতে হবে বন্ধু;
বিন্দুর মাঝে কি শক্তি ধরে,
     দেখো কিউবা শান্তির সিন্ধু।


মানুষের কথা ভাবে যারা হেথা,
            ধ্বংস তাঁদের নাই;
আমেরিকা, এশিয়া, আফ্রিকা, আরব, ইউরোপ,
             বুঝিয়ে দিয়েছে তাই।


জল্লাদ রূপে সম্পদের লোভে,
             ঘুরিয়া বেড়ায় যারা;
দেশে, দেশে, মানুষে, মানুষে,
              বিভেদ এনেছে তারা।


সাম্যের বাণী, শান্তির বাণী,
              কেবল সাম্যবাদের কথা;
ধনতন্ত্র আর ওই ব্যক্তি তন্ত্র,
                মানুষকে দিয়েছে ব্যথা।


দেখো চেয়ে আজ বিশ্বজুড়ে,
               শান্তির কথা কে বলে?
মানবতা আর সাম্যবাদ ই,
           ভালোবাসার পথে চলে।


নতুন যুগের যুগ অবতার,
           করোনা দিয়েছে শিক্ষা;
ধর্ম বর্ণের, হিংসা দ্বেষের,
       মোরা নেবোনা আর দীক্ষা।


পথের দিশারী এ যুগের নাম,
         হেথা অমানুষের ঠাঁই নাই;
কোয়ারেন্টাইনে পাঠাতেই হবে,
          ওই পশুদের যত পাই।


মুক্ত হউক আর শক্ত হউক,
         নতুন মানবতা যুগের ভীত;
এই মানুষে মানুষে গড়ে উঠুক,
          অনন্যতায় ভরা সেই মিত।


১৮ ই চৈত্র, ১৪২৬,
ইং  ০১/০৪/২০২০,
বুধবার সকাল ৭টা।  ৯৬৩, ০১/০৪/২০২০।