সুনীল আকাশে চন্দ্র তারকা,
                      গায় যে তাহার গান
ধরার প্রকৃতি তেমনটি ওরে,
                কান পেতে শোনো তান।


গুন গুন সুরে কত কথা বলে,
                    বুঝিতে চাই না মোরা;
কীটপতঙ্গও বোঝে যে সবই,
                          শুধুই মানুষ ছাড়া।


পশুপাখিরা ও বুঝিতে পারে যে,
                      মানুষ পারে না কেন?
প্রকৃতি ওদের বুঝি আপনজন
                            মানুষ দূরের যেন।


কীটপতঙ্গ পশুপাখি সবাই,
                           দল বেঁধেই যে থাকে;
মানুষ আপন পরের সংঘাতে,
                           হারিয়ে যায় ঐ বাঁকে।


এই প্রকৃতির আপন যারা,
                         তারা থাকে মিলেমিশে;
দু:খের পরেই তো সুখ আসে,
                              মানুষ হারায় দিশে।


১৪ই অগ্রহায়ন, ১৪২৫,
ইং ০১/১২/২০১৮,
শনিবার, সকাল ৭টা।